Monday, November 10, 2025
HomeScrollসূর্যের গোচরে এই তিন রাশি জিতবে জ্যাকপট

সূর্যের গোচরে এই তিন রাশি জিতবে জ্যাকপট

প্রতিটি রাশিতে প্রায় এক মাস অবস্থান করে

সূর্যের গোচরে তিন রাশির (Zodiac Sign) ভাগ্যে উন্নতি। প্রতি মাসে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন হওয়াকে সূর্যের গোচর বলে।  এই মাসিক পরিবর্তনকে ‘সূর্য ট্রানজিট’ও (Sun Transitবলা হয়। সূর্য এই পরিবর্তনের মাধ্যমে রাশিচক্রের ১২টি ভাগ অতিক্রম করে এবং প্রতিটি রাশিতে প্রায় এক মাস অবস্থান করে, যা জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলে। ১৬ নভেম্বর দুপুর ১:৪৪ মিনিটে সূর্য বৃশ্চিক রাশিতে গমন করবে। ১৬ ডিসেম্বর ভোর ৪:২৬ পর্যন্ত এটি বৃশ্চিক রাশিতে অবস্থান করবে।

বৃষ রাশি- জীবনের মোড় ঘুরবে। সম্পদ- থেকে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে জীবনে। অত্যন্ত শুভ ফল দেবে এই রাশির জীবনে। কর্মজীবনের অভূতপূর্ব উন্নতি। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমে মাধুর্য্য বৃদ্ধি।

বৃশ্চিক রাশি- সূর্যের গোচরে একমাস জুড়ে প্রভাব থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। সূর্যের গোচরে ঘুরে যাবে ভাগ্যের চাকা। কর্মক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি দূর হবে। মানসিক চাপ থেকে রেহাই। পুরনো আত্মবিশ্বাস ফিরে পাবেন। কেরিয়ারে অগ্রগতি। কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে।

আরও পড়ুন-  নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে কপাল খুলবে পাঁচ রাশির!

ধনু রাশি-  সূর্যের গোচরে অভূতপূর্ব সাফল্য এই তিনরাশির জীবনে। নানা দিক থেকে সুখবর আপনার জীবনে আসবে। প্রভাব, প্রতিপত্তি, সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক লাভের পথ উন্মুক্ত হবে। কর্মক্ষেত্রে উন্নতি। ভাগ্য সহায় থাকবে। ব্যক্তিত্বের উন্নতি হবে। আপনার কথায় অন্যেরা প্রভাবিত হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

Read More

Latest News